সমাজের আলো: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কলারোয়া উপজেলা শাখার পক্ষ থেকে করোনা ও আম্ফান ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া এম আর ফাউন্ডেশনের অডিটোরিয়ামে খাদ্যসামগ্রীর এ প্যাকেট বিতরণ করেন ওয়ার্কার্স পার্টির(মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বিতরণকালে ইকবাল কবির জাহিদ বলেন, স্বল্প আয়ের জনগোষ্ঠীর সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানেরাও এগিয়ে আসবেন। আপনারা সকলেই ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজ পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন। করোনায় আতঙ্কিত না হয়ে পুরোপুরি সতর্ক থেকে সকল নির্দেশনা মেনে চলুন। এ সহায়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, সমাজসেবক এনায়েত খান টুন্টু, আব্দুল কাদের, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

