সমাজের আলো : গোয়ালচাতর ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিবাস্তিন মিত্র কালুকে কুপিয়ে ও পিটিয়ে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সন্ত্রাসী সামাদ এর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাজিরহাট বাজারের উন্নয়ন কেন্দ্রে সংবাদ সম্মেলনটি করেন গোয়ালচাতর গ্রামের সুক লাল মিত্রের ছেলে ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিবাস্তিন মিত্র কালু। তিনি লিখিত অভিযোগে বলেন-শুক্রবার (১৩আগষ্ট) সকাল ৭টার দিকে তিনি সাদা মাছের পোনা কিনতে কাজিরহাট বাজার থেকে মনিরুল ইসলামের মোটর সাইকেলে ওঠেন। পথিমধ্যে কাজিরহাট পাকা ব্রিজের কাছে পৌছালে থানা পুলিশের সোর্স পরিচয়দানকারী ধানঘোরা গ্রামের ছয়লুদ্দিন এর ছেলে সামাদ কোন কারণ ছাড়াই তাদের পথরোধ করে। এসময় ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিবাস্তিন মিত্র কালু সামাদকে বলে আমাদের ব্রজবাকসা বাজারে যেতে হবে মাছ আনতে। ওখানে মাছ বিক্রয়ের লোক বসে আছে। এই কথা বলাতে সোর্স সামাদ ক্ষিপ্ত হয়ে পাশে থাকা বাশ তুলে তাকে এলোপাতাড়ী ভাবে পিটায়। এক পর্যায়ে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে হত্যার চেষ্টা করে। এসময় সোর্স সামাদ ও স্বাধীন নামে দুই সন্ত্রাসী ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিবাস্তিন মিত্র কালুর কাছে থাকা মাছ কেনার ২৫হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় ওই দিন সন্ধ্যায় তিনি বাদী হয়ে সোর্স সামাদ ও স্বাধীনের নামে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী সামাদকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু অন্য সন্ত্রাসী স্বাধীন এখন পর্যন্ত আটক না হওয়ায় তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে সোর্স সামাদ এর পরিবার লোক মুখে বলে বেড়াচ্ছে সামাদ জামিন নিয়ে বাড়ী আসলে সিবাস্তিন মিত্র কালু ও মনিরুল ইসলামকে বাড়ী ছাড়া করবে। মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করবে। তাদের অব্যহত হুমকিতে দেশাহারা হয়ে পড়েছেন ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি সিবাস্তিন মিত্র কালু। তিনি সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তার দাবীতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *