সমাজের আলো: র্যাব সদস্যরা এক কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শুক্রবার রাতে কলারোয়া উপজেলার গড়েডাঙ্গা মাঠ থেকে তাকে গাজাসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম অহিদ।বাড়ি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে।
র্যাব এর এস আই আছাদুজ্জান ও এস আই সুপিয়ানের নেতৃত্বে গাজাসহ তাকে আটক করে।এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।

