সমাজের আলো : একগৃহবধুকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার পর আত্মহত্যার প্রচার করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনার পর রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসনপাতালে নিয়ে আসার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।নিহত গৃহবধুর নাম সুমাইয়া পারভীন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আছির উদ্দীনের মেয়ে ও কলারোয়া উপজেলার কাজীপাড়া গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী আলমগীর হোসেনের স্ত্রী।সুমাইয়ার বাবা আছিরউদ্দিন ও বাঁশদহা ইউপি সদস্য আহসান উদ্দীন জানান, তিন বছর আগে সুমাইয়ার সাথে বিয়ে হয়েছিল কলারোয়া উপজেলার কাজীপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীরের সাথে। বিয়ের পর থেকেই তার ওপর যৌতুকের জন্য নির্যাতন চালাতো স্বামী আলমগীরসহ তার পরিবারের লোকজন। কয়েকবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়।

