সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রীর হামলায় স্বামীসহ উভয় পক্ষের ৬জন জখম হয়েছে। এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি অভিযোগ দায়ের হয়েছে।মঙ্গলবার (১১জানুয়ারী) সকাল বেলা ১২টার দিকে কলারোয়া পৌর সদরের গদখালী কলেজ পাড়ায় এলাকায় এক ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণে ও প্রত্যক্ষদর্শিরা জানান-কলেজ পাড়ার আরশাদ আলী (৪২) তার বড় স্ত্রীকে রেখে গোপনে আরেকটি বিবাহ করেন। এর পর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বড় স্ত্রী বাপের বাড়ী চলে যায়। সেই থেকে আরশাদ আলী ছোট স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছেন। এর মধ্যে ছোট স্ত্রী বাপের বাড়ী সোনাবাড়ীয়ায় বেড়াতে আসলে গোপনে আরশাদ আলীর বড় স্ত্রী ফাতেমা খাতুন (৩৮) স্বামী সন্তানকে দেখতে আসেন। এঘটনা ছোট স্ত্রী জেসমিন আরা জানতে পেরে তার পিতা কবিরুল ইসলাম ও মা পারভীন খাতুনকে সাথে নিয়ে স্বামীর বাড়ীতে চলে আসে। এসময় বড় সতিনকে দেখে লাঠিসোটা নিয়ে তারা ৩জন হামলা চালায় এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আরশাদ আলী, বাইজিত, ফাতেমা খাতুন আহত হয়। পরিস্থিতি ভারসাম্য রাখতে ছোট স্ত্রী জেসমিন আরা, তার বাবা কবিরুল ও মা পারভীন খাতুন অসুস্থতার অজুহাত দেখিয়ে কলারোয়া থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে। এঘটনায় বিকালে কলারোয়া থানায় উভয় পক্ষের মধ্যে পৃথক ভাবে দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *