সমাজের আলো : বালক বালিকাদের অংশ গ্রহণের কলারোয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনূর্ধ্ব ১৭)২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ন’টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ( বালক অনুর্ধ -১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ স্বপন,মোঃ আলিমুর রহমান, কলারোয়া পৌরসভা মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আকতার হোসেন, মীর খায়রুল কবির, (অফিসার ইন চার্জ,কলারোয়া), জাহিদুর রহমান খান চৌধুরী, এ্যাড শেখ কামাল রেজা, মোঃ রেজাউল করিম লাবলু, দীলিপ ঘোষ,প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান বিল্পব, নাজমুল হাসনাইন মিলন,সহ সীমিত সংখ্যক দর্শক। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হেলাতলা বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ। খেলার প্রধমার্থে হেলাতলার পক্ষে আবু সাইদ গোল করে দল কে এগিয়ে নিয়ে প্রথমার্থ শেষ করে। দ্বীয়ার্ধের শুরুতে গোল পরিশোধের জন্য মরিয়া খেলতে থাকে চন্দনপুর উল্টো ৪৭, ও ৫০ মিনিটে আরোও দুটি গোল খেলে বসে চন্দনপুর। হেলাতলা গোল বাড়াবার আক্রমণ ভাবে খেলতে থাকে। নির্ধারিত সময়ে হেলাতলা ৩-০ গোলে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।হেলাতলার পক্ষে আবু সাইদ (১৪) দুটি ও সাগর মন্ডল (১২) ১ টি করে গোল করে। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম ও ৪ র্থ রেফারির দায়িত্ব পালন করেন মোমিনুর রহমান। ধারাভাষ্য ছিলেন মোঃ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান ও শেখ শাহাজাহান

