সমাজের আলো : কলারোয়ায় ট্রাক চাপায় মারাত্মক আহত হয়েছেন এক প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক।মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার কলেজ রোডে ওই দুর্ঘটনার শিকার হন তিনি। সেসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রতিবন্ধী মহিলাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে কলারোয়া হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত সাবিনা খাতুন (৪৮) উপজেলা কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত বদিয়ার রহমানের স্ত্রী। সাবিনা খাতুন প্রতিবন্ধী ও পেশায় ভিক্ষা করেন। তার পিতার নাম আলাউদ্দীন সরদার ও মাতার নাম ফুলজান বেগম (প্রতিবন্ধী)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে অল্পগতির চলন্ত ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১৯১) পিছনের চাকায় প্রতিবন্ধী মহিলার দুই পা থেতলে ও ভেঙ্গে গিয়েছে। মাথায়ও আঘাত পেয়েছে। সেসময় পথচারীরা ট্রাক ও ড্রাইভারকে আটকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *