ফারুক হোসাইন রাজ : সাতক্ষীরার কলারোয়ায় নবাগত নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাসের সঙ্গে ফুলেল শুভেচছা দিয়ে মতবিনিময় করেছেন অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ৷ সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা সাবেক ৫ নম্বর কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অষ্ট্রোলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু।
মঙ্গলবার ( ১৭ মে ) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়ে কক্ষে সংগঠনের পক্ষ থেকে সংগঠনটির সার্বিক কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণী প্রিমিয়ার ছাত্র সংঘের ‘ কর্মের পথচলা’ বই উপহার ও ফুলেল শুভেচছা বিনিময়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময়ে সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে সেবামূলক যেসকল কার্যক্রম করা হয়েছে তার বিবরণ তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ৷ এসময় সংগঠনের সকল ধরনের ভালো কাজের পাশে থাকবেন বলে জানিয়েছেন৷

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফোয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ লাল্টু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, সহ সম্পাদক সহ সম্পাদক ফারুক হোসাইন রাজ, পঙ্কজ কুমার ঘোষ, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত, ২ নং ইউনিয়ন জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক আওসানউল্লাহ সানি , জালালাবাদ ইউনিয়নের সহ সম্পাদক সুকান্ত সরকার, কয়লা ইউনিয়নের সহ সম্পাদক আতিকুজ্জামান আশিক, হেলাতলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমূখ৷

