ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। এ ছাড়া এদিন উপজেলা নির্বাচন অফিসে অস্থায়ী ভোটার অন্তর্ভুক্তি ও স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র বসানো হয়।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।
এদিকে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ী ভোটার অন্তর্ভুক্তি ও স্মার্ট কার্ড বিতরণ ক্যাম্প কেন্দ্রে ভিড় জমান উপজেলার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও ছাত্র ছাত্রীরা। এর মধ্যে অধিকাংশই ছিলেন নারী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘স্কুলের সার্টিফিকেটের সঙ্গে জন্মনিবন্ধন কার্ডের বয়সের কোনো মিল নেই। জন্মনিবন্ধন জটিলতা থাকার কারণে নতুন ভোটার হওয়া যাচ্ছে না। বিভিন্ন অফিস ঘুরেও জন্ম নিবন্ধনের বয়স সংশোধন না হওয়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই আজ এখানে আসলাম।’
মুরারীকাটি পৌর সদরের ইশারুল আলী গাজী নামের এক যুবক বলেন, ‘জন্মনিবন্ধন কার্ড সংশোধন করার পর আজ ভোটার দিবসে নতুন ভোটারের জন্য আবেদন করতে এসেছি। তবে জন্ম নিবন্ধন জটিলতায় ভোটার দিবসেও অনেক মানুষ নতুন ভোটার হতে এসেও ফিরে যাচ্ছেন।’
এ সময় জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষদের যাতে আর ভোগান্তি পোহাতে না হয় সে জন্য ইশারুল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘জন্ম নিবন্ধন অনুযায়ী বাংলাদেশি নাগরিকের পূর্ণ বয়স হলেই ভোটার হওয়ার জন্য নির্বাচন অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে জন্মনিবন্ধন কার্ডের সঙ্গে সার্টিফিকেটের ও বাবা-মায়ের নাম বয়স ঠিক আছে কি না সেটা অবশ্যই খেয়াল করতে হবে।’
নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস বলেন, ‘উপজেলাতে ২ লাখ ১৩ হাজার ৮৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ১১ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৩৬৬ জন। প্রতিদিন উপজেলা নির্বাচন অফিসে মানুষের আবেদনের তথ্য যাচাইয়ের পর ২০ জনেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্তি করা হয়েছে।
মনোরঞ্জন বিশ্বাস আরও বলেন, যারা ভুল তথ্য দিচ্ছেন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হচ্ছেন তাঁদের ফিরে যেতে হচ্ছে। তাই প্রত্যেকের উচিত প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য দিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য আবেদন করা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *