সমাজের আলোঃ কলারোয়ায় চন্দনপুরে ইউনিয়নে রামভদ্রপুর গ্রামে নায়েব আলী বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ৩বছরের শিশু সিয়ামের করুণ মৃত্যু হয়েছে ।
আজ মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ বিকাল সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক ও স্হানীয় সুত্রে জানা যায়,
সেই র্শাশা উপজেলার রামপুর গ্রামের সন্তান। মৃতের শিশুটির বড় ভাই রাসেল আমাদের কে জানায়, শিশুটি পানিতে পড়ে জীবনের শেষ রক্ষা হলনা ।
শিশুটির মা শাহানারা খাতুন জানান, সোমবার বোনের বাড়িতে বেড়াতে আসে।
দুপুরে খাওয়া দাওয়া করে বাসা যাবে বলে ছেলে সিয়াম কে ডাকাডাকি করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে শিশুটির মরা দেহ ভাসতে দেখতে পায়।
পুকুরে পানিতে শিশুটির মৃত্যু হয়েছে, শিশু সিয়াম মৃত্যুর খবর শুনার পর শতশত নারী পুরুষ নায়েবের বাড়িতে দেখার জন্য ভিড় জমায়েত থাকে।
বিকাল ৫টার সময় শিশু সিয়ামের গ্রামের বাড়ি রামপুরে নিয়ে যাবে বলে জানান,পরে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন করা হবে।

