সমাজর আলো: কলরোয়ায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর ও জালালাবাদ ইউনিয়নের পর দেয়াড়া ইউনিয়নে নতুন করে ত্রিপা তরফদার (২৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলেন। যার ৬ জন চন্দনপুর এবং অন্য দু’জন জালালাবাদ ও দেয়াড়া ইউনিয়নের। আক্রান্ত ত্রিপা তরফদার খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাসায়। গত ৩ জুন ক্রিপা তরফদারের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। যার রিপোর্ট রোববার পজিটিভ ধরা পড়ে।
জেলায় রোববার ৫ জন করোনা পজিটিভ সনাক্ত হয়। ত্রীপা তরফদার তার মধ্যে একজন।
