সমাজের আলো : কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ঋন বিতরণ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) কানাই চন্দ্র মন্ডল, জুনিয়র অফিসার মো. রাসেল রানা, মাঠ সংগঠক (মউ) মোছাঃ ফিরোজা খাতুন ও বাসুদেব মন্ডল এবং উপকারভোগী ২৫ জন মহিলা।অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এস, এম,এ সোহেল।কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ২৫ জন নারী উদ্যোক্তার মাঝে ২৫ লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।৬ মাস পর হতে স্বল্প সুদে ১৮ কিস্তিতে পরিশোধ করতে হবে এই ঋণের টাকা।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিআরডিবির সভাপতি মশিয়ার রহমান বাবু।

