সমাজের আলো : কলারোয়ার উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় মামললা হয়েছে। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদি হয়ে শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে এ মামলা করছেন। মামলায় চারজন শিক্ষককে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলো আব্দুল আলিম,মারুফ হোসেন, জাহিদুল ইসলাম, নাছরিন খাতুন ও জাহিদ হাছান।
প্রসঙ্গত কলারোয়া উপজেলার উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সহকারি শিক্ষকদের দ্বারা হয়রানি শিকার। সভাপতি না থাকায় সহকারি শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে জিন্মি করে টাকা লুটপাট করে। ২৬ জুলাই উপরোক্তরা প্রধান শিক্ষককে বিদ‍্যালয়ের কক্ষে আটকে তার উপর হামলা চালায়। এ সময় টাকা,কাগজপত্রসহ বিভিন্ন জিনিপত্র লুট করে নিয়ে যায়। মারাত্মক আহত হন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *