সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিদর্শক ও উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের জ্যেষ্ঠ ভ্রাতা নূর উদ্দীন শেখ (৭৫) ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিদর্শক নূর উদ্দীন শেখ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা দেড়টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ২কন্যা, ১পুত্র, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১০ টার দিকে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার বিকালে বৈদ্যপুর বাড়িতে ছুটে যান সাতক্ষীরা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মরহুমের পরম আত্মীয় উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, জেলা শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যান সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, বিআরডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ তরিকুল ইসলাম, আজিবর রহমান, কওছার আলী, কল্যাণ সমিতির অফিস সহকরী আব্দুল জলিল, পলাশসহ অসংখ্য গুনগ্রাহী।

