সমাজের আলো :  শারমিন (২৫) নামে এক যুবতী বিষপানে আত্নহত্যা করেছে। তিনি কলারোয়া উপজেলার ব্রজবাকসা-দামোদারকাটি এলাকার ট্রাক ড্রাইভার ইদ্রিস আলীর মেয়ে। থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সোমবার বিকালে কলারোয়া থানার এসআই আবু সাঈদ জানান-অত্নহননকারী ওই যুবতীর একটি ৭বছরের সন্তান রয়েছে। কি কারণে সে আত্নহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের খালাতো ভাই সুমন জানয়-ওই বাড়ীতে শারমিন ও তার ৭বছরের সন্তান এবং ছোট বোন রিয়া থাকতো। তার পিতা ট্রাক ড্রাইভার। মা থাকে ঢাকায়। নিহত শারমিন এক বছর যাবৎ স্বামী পরিতাক্তা ছিলো। এদিকে একটি সূত্র জানায়- ওই এলাকার লিটন নামে এক যুবকের সাথে শারমিনের প্রেম সম্পর্ক ছিলো। এ কারনে সে আত্নহত্যা করতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *