সমাজের আলো : করোনা মোকাবেলায় দুই সপ্তাহ ব্যাপি কঠোর লকডাউনের শেষ দিনেও কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৪জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরার জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-আলামিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কলারোয়ায় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৩টি মামলায় ৪হাজার ৮শত টাকা জরিমান করেন। আদালতের কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করেন- বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *