সমাজের আলো : বুধবার (১২জানুয়ারী) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার কওছার আলীর ছেলে বালি ব্যবসায়ী আক্তারুল ইসলাম (৫০) অবৈধ ভাবে বালি তুলে বিক্রয় করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এসময় তাকে ওই স্থানে আটক করে স্থানীয়দের উপস্থিতে সে তার দোষ স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত বালি ব্যবসায়ী আক্তারুল ইসলামকে ১লাখ টাকা জরিমানা করেন।

