সমাজের আলোঃ মসজিদের সামনে থেকে এক সাংবাদিকের মটরসাইকেল চুরি হয়েছে।রাত সাড়ে আটটার দিকে কলারোয়া উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে জামে মসজিদের সামনে থেকে চুরি হয়েছে।
দৈনিক যুগান্তরের কলারোয়া উপজেলা প্রতিনিধি মুজাহিদ হোসেন জানান, তিনি এশার নামজ পড়তে যান।মটরসাইকেলটি মসজিদের সামনে লকতালা দিয়ে তিনি মসজিদে ঢোখেন।নামাজ শেষ করে এসে দেখতে পান তার মটরসাইকেলটি নেই।চুরি হয়ে গেছে। ডিসকোভার মটরসাইকেল।
