সমাজের আলো : কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিন জনকে আটক করেছে।কলারোয়া থানার ডিউটি অফিসার এস.আই রঞ্জন কুমার জানান, খোরদো পুলিশ ক্যাম্পের আই,সি এস.আই রইচউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গতকাল রাতে উপজেলার দেয়াড়া গ্রামের সাকিলা খাতুনের বাড়িতে তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে এবং সাকিলা খাতুনকে আটক করেছে।
অপরদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারিকৃত দুই জন আসামীকে আটক করে। আটককৃতরা হলেন মনিরুল ইসলাম(৩৬) ও সিরাজুল ইসলাম(৩৫)।

