সমাজের আলো : মোবাইল ফোনে ভিডিও নিয়ে এক যুবককে ধরে মুখের ভিতরে গেঞ্জি ঢুকিয়ে স্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-রোববার (৪সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চান্দুড়িয়া বাজারের শওকত আলীর দোকানের পিছনের গলিতে। আহত ভ্যানচালক ফরিদ (২৩) জানায়, তাকে ফোন করে একই এলাকার আব্দুল মালেক সরদারের ছেলে আতিক। পরে তার ফোন পেয়ে চান্দুড়িয়া বাজারে আসলে সে তাকে ধরে বেধড়ক মারপিট করে। এসময় তার সাথে থাকা পান জিয়া, কামরুল ইসলাম, কাদির হোসেনও ফরিদকে ধরে মারপিট করে হত্যার উদ্যোশে চান্দুড়িয়া বাজারের শওকত আলীর দোকানের পিছনের গলিতে নিয়ে যায়। সেখানে তার গায়ের গেঞ্জি খুলে মুখের ভিতরে গুজে দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এঘটনায় আহত ফরিদ এর মা আনোয়ারা বিবি বাদী হয়ে কলারোয়া থানায় ৪জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
