সমাজের আলো : কলারোয়ায় র‌্যাব-৬ এর অভিযানে ৫০বোতল ফেন্সিডিলসহ মহেদী হাসান ওরফে রাজু হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে। সে উপজেলার কাঁদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। ৮অক্টোবর রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বয়ারডাঙ্গা গ্রামস্থ জনৈক রশিদ মিয়ার মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে ফেনসিডিলসহ আটক করেন। র‌্যাব-৬ সূত্রে জানা যায়-রাজুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্কুল ব্যাগে ফেনসিডিল আছে মর্মে স্বীকার করে। এবিষয়ে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারনী ১৪(খ) ধারায় একটি মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *