সমাজের আলো: কলারোয়ায় র্যাবের অভিযানে ৫৯০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বুঝতলা বাজার সংলগ্ন রেন্ট্রি গাছের নিচে পাকা রাস্তার কাছ থেকে ৫৯০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো-শার্শার কায়বা গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে কবিরুল ইসলাম (২৬) ও উপজেলার গয়ড়া গ্রামের ফিরোজ মোড়লের ছেলে রিপন মোড়ল (২৯)। এঘটনায় সাতক্ষীরা র্যাব-৬ এর জেসিও জামিল হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-১৫(২)২১ দায়ের করেছেন।

