সমাজের আলোঃ সাতক্ষীরা কলারোয়া থানায় সরকারি আদেশ অমান্য করে চলছে আম ভাঙার কাজ। সাতক্ষীরা জেলা প্রশাসন আম ভাঙার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। তা অমান্য করে চলছে আম ভাঙ্গা কাজ। আম ভাঙ্গার জন্য ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারণ করা হয়েছে। হিমসাগর ৩১ মে, ন্যাংড়া ০৭ জুন, আমরুপালি ১৪ জুন ভাঙ্গার কথা থাকলেও। কোন রকম আইন মানতে নারাজ যশোর শার্শা থানার সীমান্ত ও কলারোয়া থানার শুরু বেলতলা বাজারের আমের বেপারিরা। ঢাকা বরিশাল সিলেট বিক্রমপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা কোন স্বাস্থ্যবিধি না মেনে করছে আম সংগ্রহ ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলতলা বাজারে শিমুল ফল ভান্ডার, মা ফল ভান্ডার, বিসমিল্লাহ ফল ভান্ডার সহ বিভিন্ন ফল ভান্ডার ঔষধের মাধ্যমে আম পাকিয়ে বাজারজাতকরণের ব্যবস্থা করছে। আম পাকানোর জন্য মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। তাদের কাছে জানতে চাইলে তারা জানান প্রতিবছরই এভাবেই আমরা বাজারজাতকরণ করে থাকি। হিমসাগর ন্যাংড়া আমের এর বিষয়ে জানতে চাইলে তারা জানান সরকার তাদেরকে বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। কিন্তু তারা কোন সরকারি অনুমোদন পত্র দেখাতে পারেনি। সেখানে উপস্থিত আম বেপারী কলারোয়া থানার দেওড়া ইউনিয়ন এর বিভিন্ন বাগান থেকে প্রচুর পরিমাণ হিমসাগর আম ক্যারেট ভর্তি করে নিয়ে যেতে দেখা যায়। পথের মধ্যে ছবি তুলতে গেলে মারার জন্য তেড়ে আসেন গণমাধ্যমকর্মীকে। এক সময় ধাক্কাধাক্কি করেন এবং নিউজ করতে বাধা দেন। পরবর্তীতে কলারোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়ী কিছু মানুষের সাথে কথা হলে তারা বলেন এই সকল আম ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে অবস্থান করছে এই মহামারী করোনার সময় এটা টুকু যুক্তিগত তাঁরা প্রশ্ন তোলেন।
তারা আরো বলেন কেমিক্যাল মেশানো আম রাতারাতি পাকিয়ে ঢাকা খুলনা বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এটা স্বাস্থ্যের জন্য হুমকি জনক। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সকল পর্যায়ের লোক, সংবাদকর্মী এবং প্রশাসন এদের দমন করতে পারছে না।
কেমিক্যাল মেশানো আম এ নিষেধাজ্ঞা থাকলেও কোন বিধান মানছেন না বিভিন্ন জেলা থেকে আসা এবং স্থানীয় সকল ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীরা স্বল্প মুনাফার জন্য মানুষ কে কতটুকু হুমকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা তাদের ভাবনারও বাইরে। এবিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
