সমাজের আলো : রাস্তার ৩টি বড় বড় লম্বু গাছ কেটে বিক্রয় করে দেয়ার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। খবর পেয়ে খোরদো পুলিশ ফাড়ির আইসি ওই গাছগুলি জব্দ করে স্থানীয় এক স-মিলে রেখে দিয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে-কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পিছলাপোল গ্রামের স্কুল শিক্ষক আজিবার রহমান তার জমির সামনে সরকারী রাস্তার উপর থেকে ৩টি বড় বড় লম্বু গাছ কেটে বিক্রয় করে দেন। গাছগুলি দেয়াড়া গ্রামের আলমগীর হোসেন ও যুগিখালী গ্রামের এরশাদ আলী ৬৯হাজার ৯০০টাকা দিয়ে কিনে নিয়েছেন। বর্তমানে ওই গাছের গুড়িগুলি খোরদো বাজারের রবিউল ইসলামের স-মিলে রয়েছে। এদিকে এলাকাবাসী বলছেন-ওই ৩টি লম্বু গাছের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এবিষয়ে মাস্টার আজিবার রহমান বলেন-তিনি প্রায় ২০/২৫ বছর পূর্বে তার সীমানার জমিতে ওই গাছ লাগিয়ে ছিলেন। বর্তমানে রাস্তা ও গাছ বড় হওয়ায় কিছুটা সরকারী রাস্তার পাশে চলে গেছে। এজন্য হয়তো স্থানীয়রা সরকারী রাস্তার গাছ বলে প্রচার করছে। প্রকৃতি পক্ষে তিনি তার জমিতে ওই গাছ নিজ হাতে লাগিয়েছেন বলে দাবী করছেন। ইউপি সদস্য মফিজউদ্দীন মুফতি বলেন-গাছ কাটার সময় তাকে জানিয়েছেন যে তার জমিতে লাগানো গাছ বিক্রয় করে দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *