সমাজের আলো : রাস্তার মাটি কেটে ড্রেন নির্মানে বাধা দেওয়ায় এক কৃষক পরিবারের উপর হামলা চালিয়েছে। হামলায় ৪জন মারাক্তক আহত হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১১জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পূর্ব কেরালকাতা গ্রামে। আহতরা হলেন-ওই গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে আঃ হামিদ সরদার (৬৫), আঃ হামিদ সরদারের স্ত্রী নুর নাহার (৫০), রাসেলের স্ত্রী মৌসুমি (২৫) ও রাসেল (৩০)। আহতরা সাংবাদিকদের জানান-পূর্ব কেরালকাতা গ্রামের শহিদুল ইসলাম রাস্তা কেটে ড্রেন নির্মানের চেষ্টা করে। এতে বাধা দেওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম, আঃ রশিদ গাছ কাটা দা ও লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় কৃষক আঃ হামিদ সরদারের উপর হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কৃষক আঃ হামিদ সরদারের হাতে দা দিয়ে কোপ মারে। এতে তিনি গুরুত্বর জখম প্রাপ্ত হলে তার ডাকচিৎকারে অন্যন্যেরা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে নিলাফোলা জখম করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শনের ২ঘন্টা পর এক নাটকের জন্ম দিয়ে সন্ত্রাসী পক্ষের একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *