সমাজের আলো: কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামের আকিমুদ্দীন সরদারের ছেলে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার নং-২৩(৩)২১। মামলার বিবরণে জানা গেছে, শনিবার (১৩মার্চ) দুপুরের দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিলো। ওই শিশুকে একা পেয়ে লম্পট আব্দুর রাজ্জাক তার পরণের জামা-প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে লম্পট আব্দুর রাজ্জাক দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শনিবার রাতে রাজ্জাককে আটক করে কলারোয়া থানা পুলিশে সোর্পদ করে। রবিবার (১৪মার্চ) আটক ব্যক্তিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *