সমাজের আলো : মাদক ব্যবসায়ী হুমকির মুখে পড়েছে এক কৃষক। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামে ।জীবনের নিরাপত্তা চেয়ে কৃষক থানায় জিডি করেছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের নজরুল ইসলাম জিডিতে অভিযোগ করেছেন একই গ্রামের ইশারুল ইসলাম একজন সন্ত্রাসী।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।রয়েছে মাদক মামলা ।একজন বড় মাপের চোরাকারবারি । ১১ জুন কোন কারন ছাড়াই ইশারুল তাকে হুমকি প্রদর্শন করে ।তার জীবন বীপন্ন হতে পারে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি একটি জিডি করেছেন ইশারুলের বিরুদ্ধে।

