শাহিনুর রহমান, নিজস্ব প্রতিনিধি: ১৫ ই আগস্ট রবিবার সকাল ১০ টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে ৮ নং মুরারিকাটি এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে। কলারোয়া পৌরসভার ৮ নং মুরারীকাটির শত শত এলাকাবাসী কালভার্ট বন্ধ করে যারা আমন ধান, ঘরবাড়ি ও পুকুরের মাছ বিনষ্ট করেছেন তাদের শাস্তির দাবি জানান। মানব বন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার কারনে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কালভার্ট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় আমাদের মাছের ঘের ভেসে গেছে এবং ঘরবাড়ি গুলো পানিবন্দি হয়ে গেছে তাতে করে আমরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। তাই আমাদের স্বাভাবিক চলমান জীবনযাপনে শহিদুল ইসলাম সহ যারা কালভার্টের মুখ বন্ধ করে বাধাগ্রস্ত করেছেন তাদের শাস্তির দাবি জানায়। যাতে করে ৮ নং মুরারিকাটি এলাকায় পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *