সমাজের আলো : কলারোয়া পৌর নির্বাচনে মির্জাপুর ভোট কেন্দ্রে গন্ডগোল হয়েছে। দশটার দিকে এ ঘটনা ঘটে। একজন কাউন্সিলের পক্ষে ৪\৫ জন ভোটার এক সাথে কেন্দ্রের ভিতরে টোকার চেষ্টা করে।এ সময় প্রিজাইটিং কর্মকর্তা বাদা দেন।এ সময় গন্ডগোল বাধে।আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম ঘটনাস্থলে গেলে সকলে সটকে পড়ে।

			