কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান এর মাতা হামিদা খাতুন এর প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার পালন করা হয়েছে। হামিদা খাতুন উপজেলার কাদপুর গ্রামের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের প্রয়াত আকবর হোসেন মোল্লার সহধর্মিণী ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী অথৈ ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী মোঃ মশিউর রহমান এর মাতা। সাংবাদিক আতাউর রহমান এর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বুধবার দুপুরে নিজ বাড়িতে মাদরাসা পড়ুয়া এতিম শিক্ষার্থীদের দিয়ে পবিত্র কুরাআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ২০১৯ সালের ৯ ডিসেম্বর নিজ বাড়িতে হামিদা খাতুন ইন্তেকাল করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *