সমাজের আলো : কলারোয়া পৌর সদরের মুরারিকাটি উত্তর পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন করলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ড উত্তর মুরারিকাটি জামে মসজিদের এই দ্বিতীয় তলার ছাদ উদ্বোধন করলেন। উদ্বোধন প্রাক্কালে কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল এর সাথে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া পাবলিক ইন্সটিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি শেখ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন , কবি আজগর আলী, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, ক্বারি মো. ইসমাইল হোসেন জলিল, মো. মোহাব্বত হোসেন মন্টু, মো.সোহাগ হোসেন সহ মসজিদের মুসুল্লিবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মসজিদের খতিব মাওলানা আকবর হোসেন।

