সমাজের আলো : র্যাব-৬ কলারোয়া এক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে-ররিবার দুপুরে মেজর মোহাম্মদ শরীফুল আহসান এর নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর গ্রামের রফিকুল সরদারের পুত্র জাকির হোসেন (২৬) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ উক্ত উপজেলার হাটুনী গ্রাম থেকে গ্রেফতার করে। আটক জাকির কে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে।

