সমাজের আলো : কলারোয়া সীমান্তে ৮টি সোনার বারসহ বিল্লাল হোসেন (৩৬) নামের এক যুবক আটক হয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে। এসময় তার কাছ থেকে ৫৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮০ ভরি সোনার বার উদ্ধার করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন- রোববার (২৯আগস্ট) বেলা ১০ টার দিকে সদর উপজেলার তলুইগাছা বিওপির নায়েক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে একটি টহল দল ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা ভেড়িবাধ এর উপর অভিযান পরিচালনা করেন। এসময় বিল্লাল হোসেনকে উক্ত সোনাসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

