ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে কাঠ পুড়িয়ে কয়লা বানানো তেরোটি চুল্লি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর৷
সোমবার ( ১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম চেয়ারম্যানের ইটভাটার সামনে কাঠ পোড়ানো ১৩টি চুল্লি ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এর নেতৃত্বে বুলডোজার মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১৩টি চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে৷ কাঠ পোঁড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে এজন্য এ ধরণের পরিবেশের ভারসাম্য ক্ষতি হওয়া ভাটা ভেঙে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়াও পরিবেশের ক্ষতি হয় এমন কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে পরিবেশ অধিদপ্তরের নিকট অভিযোগ পেলে তদন্তপূর্বক সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান৷ এই কাঠ পোড়ানো ভাটার মালিক যদি কখনও পুনরায় চালু করে পরিবেশের ক্ষতি করে এমন অভিযোগ পেলে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া থানা সাব ইন্সপেক্টর আলী হোসেন, কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মেজবাহ উদ্দিনসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম৷

