সমাজের আলো : সরকারে অংশগ্রহণ, কাজের অধিকার ও তালেবানের সঙ্গে আলোচনার দাবিতে আফগানিস্তানের কাবুলে রাস্তায় বিক্ষোভ করেছে একদল আফগান নারী।শনিবার (৩ সেপ্টেম্বর) আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এ বিক্ষোভ করে তারা।আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রায় ৫০ জন নারী এই বিক্ষোভে অংশ নেয়। নারীদের ওই বিক্ষোভ মিছিলটিকে অর্থ মন্ত্রণালয়ের গেইটের কাছে থামানো হয়। এ সময় তালেবান সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং প্রাসাদের দিকে অগ্রসর হতে বাধা দেয়।
এ প্রসঙ্গে রাজিয়া বারাকজাই নামে এক বিক্ষোভকারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। এ সময় তালেবান সদস্যরা আমাদের বাধা দেয়। আমাদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়।

