সমাজের আলো : ভয়ঙ্কর বিস্ফোরণ। কানফাটানো শব্দ। চারদিকে শুধু লাশ আর লাশ। ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মাথার খুলি বা বিচ্ছিন্ন হাত। কেউ রাস্তায় আহত অবস্থায় কাতরাচ্ছে, কেউ বা প্রিয়জনকে বাঁচানোর চেষ্টা করছে। পাশ দিয়ে বয়ে যাওয়া নালায় রক্ত মিশে পানি হয়ে উঠেছে রক্তে রঞ্জিত। গত বৃহসপতিবার কাবুল বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতির এমন বর্ণনা দিয়েছেন ভাগ্যজোরে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা। পর পর দুটি শক্তিশালী বোমায় কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী শহরটি। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১০ জন। আহত হয়েছেন আরও শতাধিক। নিহতের মধ্যে রয়েছে ১৩ মার্কিন সেনাও। আফগানদের উদ্ধার করতে যাওয়াই কাল হলো তাদের। এমন বর্বর হামলায় হতভম্ব পুরো বিশ্ব। তীব্র প্রতিক্রিয়া এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকেও। হামলার দায় স্বীকার করেছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান। এরইমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে বদলা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন প্রথম হামলা হয় কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটকে লক্ষ্য করে। সেখানে সে সময় মার্কিন এবং বৃটিশ সেনাবাহিনী স্থানীয় লোকজনদের বিমানবন্দরে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন করছিলেন। বোমা বিস্ফোরিত হওয়ার পরই সেখানে গুলি ছুড়তে শুরু করে আরেক হামলাকারী। আফগান সাংবাদিক বিলাল সারওয়ে জানিয়েছেন, প্রথম হামলার সময়ে অন্তত ২ জন সন্ত্রাসী অংশ নেয়। এরমধ্যে একজন আত্মঘাতী বোমা হামলা চালায়। আর অন্যজন বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এর কয়েক মিনিট পরেই বিমানবন্দরের কাছে একটি হোটেলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। সেখানে বৃটিশ কর্মকর্তারা বৃটেনে ভ্রমণ প্রত্যাশী আফগানদের বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করছিলেন। আগে থেকেই এমন একটি হামলার আশঙ্কা থাকলেও মানুষ দেশ ছাড়তে মরিয়া থাকায় সেখানে জড়ো হয়েছিলেন। চারদিকে শুধু লাশ আর লাশ: কাবুল বিমানবন্দরের ওই হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার পর চারদিকে শুধু লাশ পড়ে ছিল। বার্তা সংস্থা এএফপিকে একজন জানান, কাছেই এক নালায় লাশ, মাংসপিণ্ড এবং মানুষকে ছুড়ে ফেলা হয়েছে। আরেকজন জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে পুরো ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গেট থেকে জনতাকে সরাতে তালেবান আকাশে ফাঁকা গুলি ছোড়ে। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বলেন, আমি আহত বাচ্চাকে হাতে নিয়ে এক ব্যক্তিকে ছুটতে দেখেছি। প্রত্যক্ষদর্শী নিজেও পরিবার নিয়ে বিমানে করে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। কিন্তু হামলার পর নিজেদের নিরাপত্তার কথা ভেবে সব কাগজপত্র ফেলে দেন তিনি। বলেন, আমি বিমানবন্দরে আর যাব না। দেশত্যাগ আর ভিসা নিপাত যাক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *