সমাজের আলো : অবশেষে যুক্তরাষ্ট্রের সবশেষ ফ্লাইটটিও আফগানিস্তান ছাড়ল। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো ২০ বছরের আফগান যুদ্ধের। ইউএস সি-১৭ বিমানটি বিকেল ৩টা ২৯ মিনিটে হামিদ কারজাই বিমানবন্দর ছেড়ে যায় বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি তবে সবশেষ বিমান কাবুল ছেড়ে চলে গেলেও এখনো প্রায় একশ মার্কিন নাগরিক রয়ে গেছেন আফগানিস্তানে।গেল ১৪ আগস্ট থেকে এ পর্যন্ত ৭৯ হাজার মানুষকে যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। যার মধ্যে ৬ হাজার মার্কিন নাগরিক, আর বাকিরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করা আফগান। তাছাড়া অনেক আফগান নাগরিক উন্নত জীবনের আশায় ব্রিটেন, জার্মানি, কানাডাসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। সেই দেশগুলোর বিমানে করে তারা কাবুল ছাড়েন।এর আগে দুই সপ্তাহের মধ্যে ১৫ হাজারের বেশি লোক সরিয়ে নেওয়ার পর শনিবার (২৮ আগস্ট) গভীর রাতে ব্রিটেনের শেষ সামরিক ফ্লাইট কাবুল ত্যাগ করেছে।

