সমাজের আলো : কাবুল বিমানবন্দরের কাছে ‘বিশৃংখল’ অবস্থায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি ব্রেকিং হিসেবে এই তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কাবুলের পতনের পর তালেবানদের সম্ভাব্য প্রতিশোধ থেকে জীবন বাঁচাতে ওই বিমানবন্দরে কয়েকদিন ধরেই আফগানদের ঢল নেমেছে। তারা উদ্ধারকারী বিভিন্ন ফ্লাইট ধরে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা করছেন। এখনও বিমানবন্দরের বাইরে কয়েক হাজার মানুষ ভিড় করছে। বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সেখানে প্রকৃত পরিস্থিতি এখনও চরম মাত্রায় চ্যালেঞ্জিং। মানুষ আফগানিস্তান থেকে পালাতে বেপরোয়া হয়ে পড়েছে। বিমানবন্দরের ভিতরে নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন ও বৃটিশ সেনাদের হাতে। অন্যদিকে বাইরে অবস্থান করছে তালেবানরা। তারা বিমানবন্দরের আশপাশে বসিয়েছে চেকপোস্ট। যাদের ভ্রমণ সংক্রান্ত ডকুমেন্ট আছে, শুধু তাদেরকেই এখন বিমানবন্দরে যেতে দিচ্ছে।

