হাফিজুর রহমান শিমুলঃ “ঝুরঝুরি খালের উপর নির্মিত বাঁশের পোলটি উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেকী গণমূখী ফাউন্ডেশনের কারিগরি নির্দেশনায়, মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে কাশিমাড়ী ও কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া ঝুরঝুরি খালের উপর নির্মিত বাশের পোলটির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, পিআইসি কমিটির সকল সদস্য, স্থানীয় গ্রামবাসী,মিশন মহিলা উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তা ছকিনা পারভীন, গণমূখী প্রতিনিধী শেখ নূরুল হক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সহ অন্যান্য বক্তাদের বরাতে জানা যায়, এই পোলটি নির্মানের ফলে কাশিমাড়ী ও কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যমটি সুদৃঢ় হলো। এখন আর ২ ঘন্টা না ঘুরে এলাকার মানুষ ১৫ মিনিটে সহজে পার্শ্ববর্তী বাজার, কমিউনিটি ক্লিনিক, ওস্কুলগামী ছাত্র- ছাত্রীরা চলাচল করতে পারবে। বক্তারা সহ এলাকা বাসী আশা করেন , দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড যেন নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের চলমান কার্যক্রম সচল রেখে এই দুর্যোগ ও ঝুকিঁপ্রবণ দক্ষিন- পশ্চিম উপকুলীয় অঞ্চলের মানুষের সহায়ক সারথী হিসাবে সবসময় পাশে থাকে।পথ প্রদর্শক হয় পথ বঞ্চিত মানবতার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *