হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সদরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআনের (৩৬তম) বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার খতিব ও ইমাম পীরে কামেল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসার খতিব মুফতি ইমরান হুসাইন মুজাহিদী।
এছাড় উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান, হামিদুর রহমান ও লুৎফর রহমানসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী রাব্বি, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি এবং সাংবাদিক সংস্থার সেক্রেটারি শেখ নাজমুল ইসলাম প্রমুখ।সদস্য সম্মেলন শেষে আমন্ত্রিত অতিথি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের জন্য দুপুরে মনোরম পরিবেশে মেহমানদারীর ব্যবস্থা করা হয়। এদিকে প্রতিবছরের মতো এবারও আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর (১৩, ১৪ ও ১৫ অগ্রহায়ণ) তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলের বক্তারা প্রথম দিন (২৮ নভেম্বর) প্রধান অতিথি: শায়খুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আব্দুস সাদেক প্রধান বক্তা: আল্লামা মুফতি খাঁন, খতিব যাত্রাবাড়ী মডেল টাউন বাইতুল ইবাদাহ জামে মসজিদ, ঢাকা বিশেষ বক্তা: মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, শিক্ষক শ্যামনগর শ্রীফলকাটি মাদ্রাসা দ্বিতীয় দিন (২৯ নভেম্বর): প্রধান বক্তা: আল্লামা মুফতি নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম সুলতান শাহি মাদ্রাসা, গোপালগঞ্জ দ্বিতীয় বক্তা: মুফতি আনোয়ার হোসেন শেখ সাদী, ঢাকা তৃতীয় দিন (৩০ নভেম্বর) প্রধান বক্তা: মুফতি ইমরান হুসাইন মুজাহিদী, খতিবঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসাদ্বিতীয় বক্তা: মুফতি হাফিজুর রহমান সুন্দরবনীবিশেষ আকর্ষণ: পবিত্র কুরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক কারী হাফেজ শাহাদুজ্জামান, খুলনা। মাহফিলে অংশগ্রহণকারীদের আমলের নিয়তে জামাতবন্দী হয়ে জিকিরসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আগত মুসল্লিদের সুবিধার্থে সাইকেল, মোটরসাইকেল ও পাখার সুব্যবস্থাও করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *