সমাজের আলো। অজ্ঞান পার্টির সদস্যরা ব চেতনা নাশক ছিটিয়ে পুরো পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । সোমবার (২০ অক্টোবর ) গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ৮টার সময় পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পায় ঘরের মধ্যে অচেতন অবস্থায় ১)লতা মন্ডল (৩৫) ২)লতিকা সরকার (২২) ৩)অমিত মন্ডল (১৫) ৪)তরুণ সরকার (২৬)পড়ে আছে। পরে অচেতন অবস্থায় তার স্বজনরা পার্শ্ববর্তী গ্রাম ডাক্তার মনিরুজ্জামান মনির নিকট নিয়ে আসলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা দেন উদ্ধার করে দ্রুত নলতা ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করে।গ্রামবাসী জানায় তাদের ৪জনের প্রত্যেকে আশঙ্কাজনক অবস্থায় স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাড়ির মালিক ভরত মন্ডল জানায় আমি কুমার সরকারের ঘেরে কর্মচারী হিসেবে থাকায় প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষ করে আমার স্ত্রী সন্তানের ঘুমিয়ে পড়ে। রাতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলে। চোর চক্রের সদস্যরা ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ,স্বর্ণালংকার সহ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *