হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলাসহ বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে প্রতি দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। শনিবার (০১ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্বদানকালে সাবেক সংসদ বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফেরাতে ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই এই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।” আমি এই জনপদে এমপি থাকাকালে অভূতপূর্ব উন্নয়ন করেছি। সুযোগ পেলে আগামীতেও জনকল্যাণে অবদান রাখতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি সাপঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী তৌহিদ, সাংগঠনিক সম্পাদক হাসান, উপজেলা জাসাস এর আহবায়ক জিএম মুরশীদ আলী, যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, উপজেলা তরুন দলের সাবেক আহবায়ক সোহাগ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সদস্য রিপনুজ্জামান রিপনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময়ে প্রায় দুই শতাধিক মটর সাইকেল বহরে অংশগ্রহন করে শতশত নেতাকর্মীরা জানান, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি রোডম্যাপ, যা ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

