সমাজের আলো: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার অন্তর্গত বসন্তপুর, “রিভার ড্রাইভ ইকো পার্ক” এর অগ্রগতি কল্পে, বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মেহেদীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাতক্ষীরা -৪ সাংসদীয় আসনের সদস্য আলহাজ্ব আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ স ম জগলুল হায়দার ও পদাধিকারবলে খুলনা বিভাগীয় কমিশনার। কমিটির অনান্য সদস্যরা হলেন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) কালিগঞ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা কালিগঞ্জ, উপজেলা প্রকৌশলী কালিগঞ্জ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কালিগঞ্জ, ফরেষ্টার সামাজিক বন বিভাগ কালিগঞ্জ, তারালী ইউপি চেয়ারম্যান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক এবং অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রাথমিকভাবে পার্কের উন্নয়ন কল্পে সাতক্ষীরা জেলা প্রশাসক ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ইউপি কোটা হতে ৩ লাখ ৮৫ হাজার টাকা পার্কের জন্য বরাদ্দ করেছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ পার্কের উন্নয়নে ১৫ লাখ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে ট্যুরিজম বোর্ডে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। পার্কের একটি মাস্টার ডিজাইন প্রণয়ন করা হয়েছে, উক্ত মাস্টার ডিজাইন অনুযায়ী পরবর্তীতে পার্কের উন্নয়ন কাজ করা হবে বলে, কমিটির সদস্য সচিব কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মেহেদী জানিয়েছেন।

