সমাজের আলো : শ্যামনগর এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে আদি যমুনা নদী। নদীর দু -উপজেলার ২০ কিলোমিটার এলাকা জুড়ে দু-পাড়ের চর দখল করে চলছে অবৈধ স্থাপনা তৈরির মহাউৎসব।পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা এবং অবৈধ দখলদারদের ঘুষ বাণিজ্য এর কারণে রাতারাতি অবৈধ স্থাপনা তৈরি করে বাড়িঘর দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের হিড়িক পড়ে গেলেও মনে হয় ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি।
এ যেন দশে মিলে করি কাজ। হারিজীতি নাহি লাজ। শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার মৌতলা শেষ সীমান্তে এবং শ্যামনগর উপজেলা শুরুর প্রধান ফটকের পাশে জাহাজঘাটা নামক স্থানে যমুনা নদীর চর দখল করে মৌতলা গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক সাবেক সেনা কর্মকর্তা রূপসী বাংলা ফিডের সাইনবোর্ড টাঙিয়ে অবৈধ স্থাপনা এর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
তবে এই অবৈধ স্থাপনা তৈরীর ব্যাপারে সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিজের রেকডীয় জমি বলে দাবি করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের অনুমতি নিয়ে কাজ করছেন বলে সাংবাদিকদের জানান। অন্যদিকে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর ৪ নং পোল্ডারের দায়িত্বপ্রাপ্ত এস,ও মাসুদ রানা সাংবাদিকদের বলেন অবৈধ স্থাপনা তৈরির ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার আহসান উদ্দিন কে অবগত করে কাজ করছেন। ঘটনার সত্যতা জানার জন্য সার্ভেয়ার আহসানের ব্যবহৃত ০১৭২৭০৪৩৯৮৮ নাম্বারে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। এই অবৈধ স্থাপনা তৈরিতে জাহাঙ্গীর আলমের খুঁটির জোর কোথায়? এ ব্যাপারে মৌতলা গ্রামের দুলাল, মাহবুব, ব্যবসায়ী গাফফার, মনির, ইসমত সহ একাধিক ব্যবসায়ী জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঘুষ দিয়ে সব করা সম্ভব।
তা না হলে কালিগঞ্জ হতে শ্যামনগর উপজেলা পর্যন্ত যমুনা নদীর দু-পাড়ে শতশত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, অবৈধ স্থাপনা কিভাবে গড়ে উঠলো। গত ২০০৮ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী খনন করা হয়। যাতে করে দুই উপজেলার পানি নিষ্কাশনের কোন সমস্যা না হয়। আবারো নদী খননের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক মহোদয়, দুই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ ও নদী প্রেমিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক তখনই দুই পাড় ঘেঁষে অবৈধ স্থাপনা দোকান ঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাড়ি তৈরির হিড়িক পড়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে দুই উপজেলাবাসী। কালিগঞ্জের কাকশিয়ালী নদীর সংযোগ নদী হিসাবে যমুনা নদী শ্যামনগর মাদার নদীতে মিশে গেছে বলে স্থানীয়রা জানান। এরসময় এই নদী দিয়ে জাহাজ চলাচল করতো। নদীর দুই পাশের জঙ্গলে বাস করত নানান জাতের পশু পাখি। এই নদী কে ব্যবহার করে দুই উপজেলার জেলেরা জীবিকা নির্বাহ করতো। যমুনা নদী এখন মৃতপ্রায়। দখল হয়ে যাচ্ছে নদীর দুই পাড়। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। প্রভাবশালীরা নদী দখল করে প্রতিনিয়ত নির্মাণ করছে অবৈধ স্থাপনা। স্থানীয় নদী প্রেমীরা অবৈধ স্থাপনা বন্ধ এবং যমুনা নদী রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা মনে করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং অবৈধ দখলদাররা চোর-পুলিশ খেলা বন্ধ করলে নদীটি হয়তো আবার রক্ষা পাবে।
বিষয়টি জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে কালিগঞ্জ,শ্যামনগর উপজেলাবাসী।

