হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জর পল্লীতে ইদুর মারার ফাঁদে পড়ে একজন জেলের কুরুন মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছে চারজন জেলে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ঘটেছে।
সরেজমিন ও থানা সুত্রে জানাগেছে,
রবিবার ( ৯ অক্টোবর) রাত আনঃ ৪ টার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল ( ১৮) এর মৃত্যু হয়। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের পুত্র । আহত হয়েছে একই এলাকার শুনিল মন্ডল, নয়ন কুমার মন্ডল, মানিক মন্ডল ও মোয়াজ্জেল হোসেন। আহতরা কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত আছে। স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী জানান, বানিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের বিদুৎ লাইন থেকে একুই গ্রামের শামছুর মোড়লের ছেলে আবুল হোসেন ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদ পাতে। এ ফাঁদে পড়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানা’র ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

