সমাজের আলো ঃ ইঞ্জিন ভ্যানের চাকায় এক শিশুর করুন মৃত্যু হয়েছে ।আজ মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে শিশুটির নাম মুসকান।তার বয় ৩ বছর।
পুলিশ বলছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩৭ নং মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিফা খাতুনের কন্যা ৩ বছর বযসের মুসকান মায়ের সাথে স্কুলে যাওয়ার জন্য পানিয়া সরদার বাড়ি জামে মসজিদের সামনের রাস্তায় মায়ের হাত ধরে অপেক্ষারত ছিল। হঠাৎ মায়ের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে রাস্তার উপর উঠলে মৌতলা বাজার থেকে আসা মালবোঝাই এক ইন্জিনভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । শিক্ষিকা মায়ের আহাজারিতে পানিযার আকাশ বাতাশ ভারি হয়ে ওঠে।

