হাফিজুর রহমান শিমুলঃ
মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জরা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। উপজেলায় পৃথক পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩২টি ক্লাব সংগঠনের কাছে ফুটবল, ক্রিকেট সেট সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী বিতরণ ও জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এ সময়ে ক্রিড়া সংস্থার কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিলেন।
