কালিগঞ্জ প্রতিনিধি : এসএসসি পরীক্ষার্থী শেখ হাসিবিস সাঈদী রাজা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কুশুলিয়া গ্রামে এঘটনা ঘটে।তিনি ওই গ্রামের শেখ বাহাউদ্দিনের ছেলে।
নিহত শিক্ষার্থীর মামা কাজী আসলাম বলেন,এসএসসি পরীক্ষার পূর্বে ফিজার এফজেড মটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা ও মায়ের উপর অভিমান করে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, মামলা নং-৫৩।

