সমাজের আলোঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় আজ (২৫ জুন) বৃহসপতিবার করোনা আক্রান্ত  ৪ জনের বাড়ি লকডাউন করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে কালিগঞ্জ থানার কুইক রেসপন্স টিম পশ্চিম নলতা গ্রামের মৃত্যু তারেক নাথ দাস এর ছেলে কাশিনাথ দাস (৬২) ও কাশিনাথ দাস এর কন্যা সিগ্ধা দাস (২০), বালিয়াডাঙ্গা গ্রামের হাজি নজরুল ইসলাম এর স্ত্রী শামিমা খাতুন (৪১), কৃষ্ণনগর গ্রামের কৃষ্ণপদ বিশ্বাস এর ছেলে ভবসিন্দু বিশ্বাস (৬০) সর্ব থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদের বাড়ি সহ আশেপাশের বাড়ি লকডাউন করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এ সময় সকলকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *