আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার এস্টিমেট অনুযায়ী কাবিখা প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার।
এলক্ষে আজ রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনসার কারিকরের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার ও রতনপুর ইউনিয়নের মলেংগা আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ির অভিমুখে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন, প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমূখ।
প্রকল্পের কাজ দেখে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার সন্তোষ প্রকাশ করেন।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, চাম্পাফুল ইউনিয়ন, নলতা ইউনিয়ন, তারালী ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন, ধলবাড়িয়া ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন ও মৌতলা ইউনিয়নে বরাদ্দকৃত কাবিখা প্রকল্পের প্রায় ৪০ টন গম পুলিশ আটক করে। একই সাথে সরকারি গম পাচারের অভিযোগে পুলিশ তারালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম, চাম্পাফুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল গণি, ট্রাক চালক লিয়াকত সরদার ও নলতা শরীফ এলাকার মৃত কামরুল হুদার ছেলে আব্দুল খালেক ঘোরামীকে আটক করে ৫৪ ধারায় কারাগারে প্রেরণ করে।
এ ঘটনায় সরকারি কাজ না করে গমগুলো উত্তোলন পূর্বক পাচার করা হচ্ছিল মর্মে ৬ জনের নামে মামলা করে দুদক।
